Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাওড়াকান্দি ঘাটে ঘরমুখো মানুষের ঢল রয়েছে বাড়তি ভাড়ার বিড়ম্বনা

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা
ঈদ উপলক্ষে কর্মজীবীদের ছুটি শুরু হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। দ্বিতীয় দিনে শনিবার সকাল থেকেই যাত্রীদের বেশ চাপ দেখা গেছে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার খ্যাত শিবচরের কাওড়াকান্দি ঘাটে। লঞ্চ, স্পিডবোট, ফেরিতে উপচেপড়া ভিড়ের মধ্যে কাওড়াকান্দি ঘাটে এসে নামছে হাজার হাজার ঘরমুখো যাত্রীরা। এদিকে ঈদকে সামনে রেখে বরাবরের মতো এবারও বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পরতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, ঈদের কাওড়াকান্দি নৌরুটে যাত্রী পারাপারে জন্য লঞ্চগুলোকে রংচং করে চলাচলের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। আসন্ন ঈদে শিমুলিয়া-মাওয়া নৌ-রুটে ৮৬টি লঞ্চ, ১৭টি ছোট-বড় ফেরি ও তিন শতাধিক স্পিডবোট দক্ষিণাঞ্চলের যাত্রীদের সেবায় রাখা হয়েছে। তবে ফেরি থেকে নামতেই যানবাহনগুলো পড়তে হচ্ছে নানা ঝক্কি ঝামেলায়। কাওড়াকান্দি ঘাটে তিনটি ফেরি ঘাটেই রয়েছে চরম অব্যস্থাপনা। তাছাড়া মহাসড়েকের উপর দাঁড় করায়ে বেশ কয়েকটি পরিবহন যাত্রীদের গাড়িতে উঠাচ্ছে। এতে কাওড়াকান্দি ঘাট থেকে বাখরেরকান্দি বেইলী ব্রিজ পর্যন্ত লেগেই থাকছে তীব্র যানজট। প্রায় দেড় কিলোমিটার হেঁটে যাত্রীদের দূরপাল্লার গাড়িতে উঠতে হচ্ছে। ফলে দুর্ভোগে পরতে হচ্ছে যাত্রীদের। এদিকে ঘাটে ঘরমুখো যাত্রীদের নির্বিঘেœ ঘরে ফেরা নিশ্চিত করতে প্রশাসনের রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নৌযানসহ পরিবহনের অতিরিক্ত যাত্রী এবং বাড়তি ভাড়াসহ যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ঘাটে ভ্রাম্যমাণ আদালয়ের টিম সার্বক্ষণিক মনিটরিং করছে বলে জানা গেছে। ঘাট এলাকায় র‌্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম যাত্রীসেবায় নিয়োজিত রয়েছে। মাদারীপুর সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আমরা তৎপর রয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাওড়াকান্দি ঘাটে ঘরমুখো মানুষের ঢল রয়েছে বাড়তি ভাড়ার বিড়ম্বনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ