Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরবে আক্রান্ত ৭ শতাধিক মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৫:২৯ পিএম

গত ২৪ ঘন্টায় সউদী আরবে নতুন করে আরও ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬৭। আক্রান্তদের ১১৯ জনই সউদীর বাইরে থেকে আসা। সউদী স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সউদী নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে কারফিউ ও সান্ধ্য আইন বাস্তবায়নে কোন রকম শিথিলতা প্রদর্শন করা হবে না। কারফিউর সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় আইন ভঙ্গ করলে জরিমানার পরিমাণ দ্বিগুন হবে।

এরপরেও যদি কেউ আইন অমান্য করে তাহলে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হবে। এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশি কর্মীদের ডিপোর্ট (দেশে পাঠিয়ে দেয়া হবে) করা হবে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে মঙ্গলবার প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে করোনায় আক্রান্ত হয়ে মদিনা মনোওরায় মৃত্যুবরণ করেন ৫১ বছর বয়সি এক আফগান নাগরিক।

তবে নতুন করে কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এই পর্যন্ত নতুন আরও ৯ জনসহ মোট ২৮ জন রোগমুক্ত হয়ে ঘরে ফিরেছেন।



 

Show all comments
  • Md.Shahporan Shah ২৫ মার্চ, ২০২০, ১১:২৯ পিএম says : 0
    হ্যালো বিশ্ববাসী, গৃহবন্দী হয়ে থাকতে কেমন লাগছে? কাশ্মীর, ফিলিস্তিন আর উইঘুরের নিরীহ মুসলিমরাও দিনের পর দিন এভাবেই গৃহবন্দী ছিলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ