প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বড় কষ্টে আছি মাগো, কবরে নাই জায়নামাজ, ভুল করেছি থাকতে সময় করি নাই ওপারের কাজ” কথামালায় প্রতিশ্রুতিশীল বাউল শিল্পী রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কবরে নাই জায়নামাজ’ শিরোনামের একটি গান। গীতিকার প্রসেনজিৎ ওঝার কথায় গানটিতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা এবং সঙ্গীতায়োজন করেছেন শোভন রায়। গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, পূণ্যের কাজ এই দুনিয়াতেই করতে হবে, কবরে আর কিছু করার সুযোগ নেই। ‘কবরে নাই জায়নামাজ’ গানের বাণীতে পাপাচারে লিপ্ত মানুষকে শুদ্ধ হবার এই আহবান করা হয়েছে। গানটির গীতিকার ও প্রোটিউনের স্বত্বাধিকারি প্রসেনজিৎ ওঝা বলেন, বছরের শুরুতে দেশের খ্যাতিমান ও জনপ্রিয় লোকগানের শিল্পীদের কণ্ঠে পঞ্চাশটি গান প্রকাশ করার উদ্দেশ্যে প্রোটিউন ফোক ফিফটি প্রজেক্টটি শুরু করি। তারই ধারাবাহিকায় রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশিত হল প্রজেক্টের তৃতীয় গান ‘কবরে নাই জায়নামাজ’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।