রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত নারী-পরুষসহ ১৮ জন আসামিকে গ্রেফতার করে।
কেশবপুর থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, গত শুক্রবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার বাউশলা গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে আমিনুর রহমান গাজী (৪৫), জাহানপুর গ্রামের মৃত বুধু দাসের ছেলে নগেন দাস (৫৮), নগেন দাসের স্ত্রী তরুবালা দাস (৫০), বাধন দাসের স্ত্রী মুধু মালা দাস (৪০), মঙ্গলকোট গ্রামের মৃত খোরশেদ মোড়লের ছেলে সাজ্জাদ হোসেন (৫২), মৃত নাসের সরদারের ছেলে ফজর আলী সরদার (৪৫), আব্দুস সামাদ মোড়লের ছেলে মাসুম বিল্লাহ (৩৫), মৃত খোরশেদ মোড়লের ছেলে আব্দুস সাত্তার (৪০), পৌর এলাকার আলতাপোল গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে তাজ উদ্দিন বিশ্বাস (৪৭), তাজ উদ্দিন বিশ্বাসের ছেলে কারিমুল ইসলাম (২২), সাইফুল ইসলামের স্ত্রী সুমনা খাতুন (২৭), বরনডালী গ্রামের মসলেম উদ্দিন সরদারের ছেলে গোলাম রসুল (৫৫), মৃত মুনসুর আলী সরদারের ছেলে খলিল সরদার (৩৮), ভালুকঘর গ্রামের মৃত আজিজুর মোল্লার ছেলে আব্দুস সাত্তার (৪০), চিংড়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আরিজুল ইসলাম (৫৫), রেজাউল ইসলাম (৫০), রবিউল ইসলাম (৪৫) ও মহিদুল ইসলাম (৪৭)কে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্ট রয়েছে। গত শনিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।