Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ২:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে পূর্বাচলের লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া বলেন, গরু চুরি রোধ করতে স্থানীয়রা পাহারা বসিয়েছেন।

রোববার ভোরে নাগরীর বিরতুল এলাকায় একদল চোর গরু চুরির জন্য প্রবেশ করে। পরে ওখানকার স্থানীয় লোকজন চোরদের ধাওয়া করে। পরে একটি পিকআপভ্যানে করে তিনটি গরু চুরি করে পূর্বাচলের লালমাটি এলাকায় চলে যায় তারা।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে গাড়ি থামাতে বলে। কিন্তু চোরের দল গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে গাড়িটি আটক করে এবং চোরদের গণধোলাই দেয়। এতে একজন মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ