বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর মান্দা উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন ৭ ব্যক্তি। এর মধ্যে উপজেলার বুড়িদহ গ্রামে ৬ ও মহানগর স্কুলের সামনে থেকে একজনকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে পুলিশ।
রোববার (২১ জুলাই) সকালে এ গণপিটুনির ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার খাগড়া ফয়েজউদ্দিন কলেজ এলাকার সাদ্দাম, আসলাম, সাইফুল, আব্দুল মজিদ, আনিছুর, ফারাদপুর গ্রামের রেজাউল করিম ও একই উপজেলার আবুল কালাম আজাদ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে বুড়িদহ গ্রামের রঞ্জিতের পুকুরে একদল মৎস্যজীবী মাছ শিকার করেন। সকালে তারা কিছু মাছ বস্তায় ভরে বাজারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গ্রামবাসী ছেলেধরা সন্দেহে তাদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর হাত থেকে জেলেদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে স্থানীয়রা উপজেলার মহানগর স্কুলের সামনে থেকে আবুল কালাম আজাদ নামে আরেক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি মান্দার তেঁতুলিয়া গ্রামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।