Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৯:৪৮ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগান এলাকায় ছেলেধরা (খোঁজকর) সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দেওড়াছড়া চা বাগানের নিমতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তিকে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করতে দেখেন চা শ্রমিকরা। থাকে পরিচয় জিজ্ঞেস করার পর সঠিক উত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে বাগান শ্রমিকরা তাকে পিটুনি দিতে থাকে।
পরে বাগান কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে অফিস কার্যালয়ের একটি কক্ষে রেখে পুলিশকে খবর দেয়। ইতোমধ্যে উত্তেজিত ৫-৬শ চা শ্রমিক অফিস কক্ষের দরজা জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গনপিটুনি দেয়। এসময় বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের আশ^াস দিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ