গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. রাহাত ও আলহাজ উদ্দিন নামে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
রাজধানীর ডেমরা সানারপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় রাহাত নিহত হয়েছেন। তিনি কভার্ড ভ্যান চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
রাহাতের সহকর্মী রনি বলেন, শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সানারপাড় এলাকায় আমাকে গাড়িতে রেখে রাহাত একটি হোটেলে খেতে যায়। পরে অনেকক্ষণ হয়ে গেলেও রাহাত না ফেরায় আমি তাকে খুঁজতে যাই। পরে তাকে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানের চিকিৎসক রাত সোয়া তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুরান ঢাকার চকবাজার বকশিবাজার বোর্ড অফিসের সামনে হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় আলহাজ উদ্দিন নিহত হয়েছেন। তিনি রেনেটা কোম্পানির মেডিক্যাল প্রতিনিধি।
আলহাজ উদ্দিনের সহকর্মী আবদুল্লাহ জানান, শনিবার রাত নয়টার দিকে আলহাজ বকশিবাজার বোর্ড অফিসের সামনে দিয়ে বাসার দিকে যাচ্ছিল। ওই সময়ে হিমাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত ১১ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি জরুরি বিভাগের মর্গে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।