Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে সিআইডির। ইয়াবাসহ অবৈধ মাদক ব্যবসা থেকে বিপুল অর্থ উপার্জনের অভিযোগে কক্সবাজারের টেকনাফ থানায় গতকাল এ মামলা দায়ের করা হয়। এতে ১২জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। গতকাল সিআইডি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আসামিরা হলেন- আব্দুস শুকুর (৩৩), আমিনুর রহমান (৩৬), একরাম হোসেন (৩৬), নুরুল কবির (৩৭), মো. জামাল মেম্বার (৫২), মোহাম্মদ আলী (৩৭),নুরুল হুদা মেম্বার (৩৮), শফিকুল ইসলাম শফিক (২৯), আব্দুর রহমান, শাহ আজম, ফয়সাল রহমান (২৯) ও এনামুল হক এনাম। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলায়।
সিআইডি জানান, আসামির বিরুদ্ধে মামলা তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া আসামিদের ব্যাংক হিসাব জব্দ করা হবে। তাছাড়া মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক সাথে ১২টি মানিলন্ডারিং আইনে মামলা দায়ের ঘটনা এবারই প্রথম। মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে এ রকম মামলা দায়ের অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ