Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দিবিনিময় চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ বলেছেন, ‘করোনাভাইরাসের মহামারী আকার ধারণ তালেবান বন্দীদের মুক্তির বিষয়টিকে জরুরি করে তুলেছে।’ তিনি গত বুধবার বলেছেন, ‘আফগানিস্তানের আশরাফ গনির সরকার ও তালেবানের মধ্যে হওয়া বন্দিবিনিময় চুক্তি যত দ্রুত সম্ভব শুরু করা উচিত।’ টুইট বার্তায় খলিলজাদ বলেন, ‘এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি প্রতিশ্রুতি থাকা সত্তে¡ও এখন পর্যন্ত কোনো বন্দীকে মুক্তি দেয়া হয়নি’। খলিলজাদের এমন মন্তব্যই বলে দিচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান পররাষ্ট্রনীতিগুলোর অন্যতম এটিকে কতটা প্রভাবিত করেছে। প্রায় দুই দশকের সঙ্ঘাতের পর যুক্তরাষ্ট্র তার দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাতে এবং আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে এই বন্দিমুক্তি শুরু হওয়ার কথা ছিল। তবে কতসংখ্যক বন্দীকে মুক্তি দেয়া হবে সে বিষয়ে এবং মুক্তিপ্রাপ্তরা আবার যুদ্ধে ফিরতে পারবেন না, এসব বিষয়ে মতবিরোধের কারণে বন্দীদের মুক্তির প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। খলিলজাদ বলেছেন, ‘মার্কিন-তালেবান চুক্তির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব বন্দীদের মুক্তি শুরু দেখতে চায় যুক্তরাষ্ট্র।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস বন্দীদের মুক্তির বিষয়টিকে অবশ্যম্ভাবী করে তুলেছে, এটি সময়ের দাবি।’ ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ