মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ইসরাইলে চার হাজারের বেশি সেনা সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেইসঙ্গে সেনাঘাঁটিতে এক মাসের কারফিউ জারি করা হয়েছে। ইসরাইলি গণমাধ্যম হারেৎজ ও মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর সাত সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সংক্রমণ যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ৪ হাজার ২৬৭ জন সেনা সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ সব সেনা সদস্যকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। অন্যদিকে, আরেক প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত সেনাদের সংস্পর্শে এসে যাতে অন্যরা আক্রান্ত হতে না পারে সেজন্য সেনাঘাঁটিতে এক মাসের জন্য কারফিউ জারি করা হয়েছে। এদিকে, ওয়ার্ল্ডোমিটার-এ প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ইসরাইলে এ পর্যন্ত ৫২৯ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে, ভাইরাসটি বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছে ৯ হাজার ৩৯০ জন। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫৪২ জন। হারেৎজ, মিডলইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।