Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলে কোয়ারেন্টাইনে ৪ সহস্রাধিক সেনা সদস্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ইসরাইলে চার হাজারের বেশি সেনা সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেইসঙ্গে সেনাঘাঁটিতে এক মাসের কারফিউ জারি করা হয়েছে। ইসরাইলি গণমাধ্যম হারেৎজ ও মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর সাত সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সংক্রমণ যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ৪ হাজার ২৬৭ জন সেনা সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ সব সেনা সদস্যকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। অন্যদিকে, আরেক প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত সেনাদের সংস্পর্শে এসে যাতে অন্যরা আক্রান্ত হতে না পারে সেজন্য সেনাঘাঁটিতে এক মাসের জন্য কারফিউ জারি করা হয়েছে। এদিকে, ওয়ার্ল্ডোমিটার-এ প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ইসরাইলে এ পর্যন্ত ৫২৯ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে, ভাইরাসটি বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছে ৯ হাজার ৩৯০ জন। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫৪২ জন। হারেৎজ, মিডলইস্ট মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ