Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমায় ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৯:৩৭ পিএম | আপডেট : ১২:০৬ এএম, ২০ মার্চ, ২০২০

মডেল-অভনেত্রী আশনা হাবীব ভাবনার চলচ্চিত্রে পথ চলা শুরু ‘ভয়ঙ্কর সুন্দর’ শিরোনামের সিনেমা দিয়ে। নিজের প্রথম সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে তারপর আর নতুন কোনও সিনেমায় তার দেখা মিলেনি। কারণ হিসেবে জানালেন, গল্প ও চরিত্রের অপেক্ষায় আছেন।

এবার হয়ত মনের মত গল্প ও চরিত্র খুঁজে পেয়েছেন। আর তাই ভাবনাকে দেখা যাবে নতুন একটি শিশুতোষ চলচ্চিত্রে। নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এটি নির্মাণ করছেন সালমান হায়দার।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। এতে শেখ রেহানা চরিত্রে ভাবনা অভিনয় করবেন।

সম্প্রতি এ অভিনেত্রী শেষ করেছেন ‘বোকা ভূত’ নামের একটি ধারাবাহিকের শুটিং। এর নির্মাতা অনিমেষ আইচ। এটি দুরন্ত টিভির জন্য নির্মিত হয়েছে।

ভাবনা তার কাজ ও ব্যস্ততা প্রসঙ্গে বলেন, আমি বরাবরই আমার লক্ষ্যে অটুট থাকি। কখনো অনেক কাজের জন্য অস্থির হয়ে পড়ি না। আমি মনে করি, কাজের সংখ্যা কম হোক। কিন্তু সেটি অবশ্যই ভালো কিছু হতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ