মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনাভাইরাস। ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রথমবারের মতো একজনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সেখানকার মেয়র জিম জাস্টিস এ কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ইতোমধ্যেই করোনা আতঙ্কে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। দেশটিতে এখনও পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০৮ জনের। এদিকে নিউইয়র্কের মেয়র বিল দে বøাসিও বলেছেন, শহরটির ৮৫ লাখ বাসিন্দাকে বাড়িতেই অবস্থানের নির্দেশ দেয়া হবে কিনা সে বিষয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্তে নেয়া হবে। এমন সিদ্ধান্ত নেয়া হলে বাড়ি থাকতে হবে বিশাল জনগোষ্ঠীকে। সেক্ষেত্রে সেখানকার বাসিন্দারা শুধু ওষুধ বা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঘর থেকে বের হতে পারবেন। তিনি আরও বলেন, এটা খুব খুব কঠিন একটা সিদ্ধান্ত। আমরা আগে কখনও এমন পরিস্থতিতে পরিনি। আমি নিউইয়র্ক শহরের ইতিহাসে এমন কিছু আগে শুনিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, মার্কিন সেনাবাহিনী স্বাস্থ্য বিভাগকে ৫০ লাখ রেসপিরেটর মাস্ক এবং দুই হাজার ভেন্টিলেটর সরবরাহ করবে। তিনি বলেন, সেনাবাহিনী ১৪টি করোনাভাইরাসের ল্যাব চালু করবে। সেখানে বেসামরিক লোকজনের করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত সাত হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বের অন্তত ১৬৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত ১ লাখ ৯৮ হাজার ১৮৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৮৩ হাজার মানুষ। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।