মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিডিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনার মধ্যে এবার গুরুত্বপ‚র্ণ তিনটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টারদের বহিষ্কারের ঘোষণা দিলো বেইজিং। চীনের স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে কর্মরত মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের প্রতিবেদন তৈরি থামিয়ে দিতে হবে। একই সঙ্গে ভয়েস অব আমেরিকা ও টাইম ম্যাগাজিনকে তাদের কার্যক্রমের বিস্তারিত চীনা সরকারকে অবহিত করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত পাঁচটি সংবাদ প্রতিষ্ঠানে চীনা নাগরিকদের সংখ্যা সীমিত করার কয়েক সপ্তাহ পর বেইজিং এই সিদ্ধান্ত নিলো। মার্কিন সাংবাদিকদের বলা হয়েছে, যাদের অনুমতির মেয়াদ ২০২০ সাল প‚র্ণ হওয়ার আগেই শেষ হয়ে যাবে তাদেরকে মঙ্গলবার থেকে চার কর্মদিবসের মধ্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত এবং দশ দিনের মধ্যে প্রেস কার্ড চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।