Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেলফ আইসোলেশনে কোচ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৬:০৪ পিএম

করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বব্যাপী। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে বাংলাদেশে একজন সহ সারাবিশ্বে মারা গেছে প্রায় ৮ হাজার মানুষ। আক্রান্ত প্রায় ২ লাখের মধ্যে অর্ধেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বাকিরা রয়েছেন চিকিৎসাধীন। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোন প্রতিষেধক আবিস্কার না হওয়ায় এর আক্রমণ থেকে রক্ষা পেতে চিকিৎসকদের পরামর্শ কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশনে থাকা। তাই করোনা থেকে বাঁচতে এখন অনেকেই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকছেন। এ ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে রয়েছেন সেলফ আইসোলেশনে। বর্তমানে নিজ দেশ ইংল্যান্ডে অবস্থান করলেও লন্ডনের বেক্সলস্থ বাড়িতে স্ত্রী ও চারছেলেকে নিয়ে সেলফ আইসোলেশনে আছেন তিনি। প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না এই ব্রিটিশ।

তথ্যটি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন জেমি ডে। করোনাভাইরাস আতঙ্কে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো স্থগিত হওয়ায় ছুটিতে লন্ডন যান তিনি। সেখানে যাওয়ার পর থেকেই একপ্রকার ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে তাকে। জেমি বলেন, ‘লন্ডনের যে এলাকায় আমার বাড়ি সেখানে মানুষের চলাচল আগের চেয়ে কম লক্ষ্য করছি। খুব জরুরি কাজ না থাকলে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন না। বেশিরভাগ মানুষই নিজ ঘরে সেলফ আইসোলেশনে আছেন। আমি বা আমার পরিবারের কেউ বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাই না। আমি মনে করি, আগামী কয়েক সপ্তাহ মানুষ ঘরে অবরুদ্ধ হয়ে থাকবে। কারণ এ মুহূর্তে সবাই খুবই সতর্ক।’

বাংলাদেশে নিজ শিষ্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেন,‘তোমরাও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। সবাইকে সচেতন থাকতে হবে এই ভাইরাস সম্পর্কে। অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেবে। আমি চাই বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সব মানুষ ভালো ও নিরাপদে থাকুন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ