Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৪:৪৭ পিএম

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে শালিসের মধ্যে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ রতন নামে এক যুবককে আটক করেছে। তবে রতনের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে ধামরাইয় উপজেলার মামুরা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রহমান মিয়া (৪২) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া গ্রামের বাসিন্দা।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, আশুলিয়ার ঘুঘুদিয়া ও ধামরাইয়ের মুমুরা গ্রামের ছেলেদের মধ্যে সম্প্রতি তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়াঝাটি হয়। মঙ্গলবার রাতে সেই ঝগড়ার শালিস বসে মুমুরা গ্রামে।

আশুলিয়ার রহমান মিয়া সেই শালিসে উপস্থিত হলে পূর্ব থেকেই উৎপেতে থাকা দূবৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুত্বর জখম অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে রতন নামে একজনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ