মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘গোমূত্র পানে কোনো ক্ষতি নেই, আমিও গোমূত্র খেয়েছি।’ ফের করোনা ঠেকাতে গোমূত্র পানের পক্ষ নিলেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। গোমূত্র করোনাভাইরাসের প্রতিষেধক, এই বিশ্বাসে সোমবার উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় গোমূত্র পানের একটি কর্মসূচি আয়োজন করেন উত্তর কলকাতার এক বিজেপি নেতা।
সেই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বিষয়টি নিয়ে যখন নানা কথা ওঠে আসছে ঠিক সেই সময়েই গোমূত্রের পক্ষে দিলীপ ঘোষের বক্তব্য, ‘গোমূত্র পানে কোনো ক্ষতি নেই। যুগে যুগে আমাদের দেশের লোকেরা গোমূত্র পান করেছে। তারা সবাই সুস্থ রয়েছেন। আমিও গোমূত্র খেয়েছি। প্রয়োজনে আবার খাব। এতে সমস্যার কিছু নেই। আমি সুবিধাবাদী নই।’
এদিকে, বিজেপি রাজ্য সভাপতির কথার ঠিক উল্টো সুর গেয়ে পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চা সভাপতি তথা লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি বলেছেন, এই ধরনের অবৈজ্ঞানিক বিশ্বাস বর্জন করা উচিত। বিজ্ঞানে যখন এতো অগ্রগতি হয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের উচিত এই ধরনের অবৈজ্ঞানিক বিশ্বাসকে ত্যাগ করা। কারণ গোমূত্র কোনোভাবেই এই মহামারি মোকাবেলায় আমাদের সাহায্য করবে না। বরং এর ফলে মানুষের মনে আরো বিভ্রান্তির সৃষ্টি হবে। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।