Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাল্টা পদক্ষেপ, চীনা সাংবাদিক বহিষ্কার করতে পারে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৪:০৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কয়েকজন সাংবাদিককে আমেরিকা থেকে বহিষ্কার করতে পারেন। আমেরিকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার তিন সাংবাদিককে চীন সরকার বহিষ্কার করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা সংবাদিক বহিষ্কারের চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।

ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেল সোমবার এক রিপোর্টে জানিয়েছে, গত সপ্তাহে বেইজিং ওয়াল স্ট্রিটের যে সাংবাদিকদের বহিষ্কার করেছে সে ব্যাপারে কী ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন উলাইয়োট জানান, “ওয়াল স্ট্রিট জার্নালের তিনি সাংবাদিক বহিষ্কারের মাধ্যমে চীন আরো একবার গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানা থেকে বিশ্বের পাঠকদের বাধা দিল।”

গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছিলেন, “যেসব পত্র-পত্রিকা বর্ণবাদী বক্তব্য প্রচার করে তাদেরকে চীনের জনগণ স্বাগত জানায় না।
এজন্য চীন সরকার আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কারের পদক্ষেপ নিয়েছে। চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বর্ণবাদী সম্পাদকীয় প্রকাশ করেছে।

চীনের এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন ওই তিন সংবাদপত্রের সাংবাদিক দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এবং ম্যাকাউয়েও কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না- চীনের মূল ভূখন্ডের চেয়ে ওই দুই অঞ্চলে গণমাধ্যমের স্বাধীনতা বেশি বলে জানিয়েছে বিবিসি।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে চীনের যেসব নাগরিক সাংবাদিক হিসেবে কাজ করে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করে। সর্বশেষ এই চীনা পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে ‘ইটের বদলে পাটকেল’ এর মতো। এর আগেও চীন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে বহিষ্কার করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের এমন পদক্ষেপকে দুঃখজনক বলে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ