Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভারতীয় সেনাবাহিনীতে করোনার থাবা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:৩৫ পিএম

ভারতের সেনা বাহিনীর এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বরাতে মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করা করেনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ভারতে। সর্বশেষ ৩৫ বছর বয়স্ক সেনাবাহিনীর একজন জোয়ান মরণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হোন। সম্প্রতি ইরান ফেরত বাবার মাধ্যমে সেনা সদস্যটি করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এটি দেশটিতে কোন সামরিক বাহিনীতে করোনায় আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে।

লাদাখ অঞ্চলে নিয়োজিত এ সেনা সদস্য গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন এবং ২ মার্চ কাজে যোগদান করেন। উল্লেখ্য, ছুটিতে বাড়িতে থাকার সময় সেনাসদ্যসের বাবা হোম কোয়ারেন্টিনে ছিল। সে সময় বাবাকে সহায়তা করতে গিয়ে এ জোয়ান নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এ পরিস্থিতিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে।

সংস্থার ডিরেক্টর ডা. বলরাম ভার্গব জানিয়েছেন, এ সপ্তাহের শেষ দিকে আরও ৪৯টি ল্যাবরেটরি চালু করা হবে। দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে।



 

Show all comments
  • Nimai Roy ১৯ মার্চ, ২০২০, ১০:৪৭ পিএম says : 0
    Antidote ki berieche
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ