বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং থেকে মাহির মাহবুব অরথি (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীর নিজ কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পর নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে খাওয়ার পর ওই ছাত্রী নিজ কক্ষে ঘুমাতে যায়। পরে সন্ধ্যার দিকে নিহতের ভাই মুশফিক বোনের দরজা লাগানো দেখে তাকে ডাকাকাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে তার বাবাকে ডেকে দরজা ভেঙে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বানকে দেখতে পায়। পরে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, নিহত অরথি মোহাম্মদিয়া হাউজিংয়ে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অরথি বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেত। এ বিষয়ে তাকে নিষেধ করা হলে অভিমানে গলায় ফাস দিয়েছে।
নিহতে বড় ভাই মুশফিক রহমান জানান, আমার মা কয়েক বছর আগে মারা গেছেন। সে বিভিন্নভাবে মন খারাপ করে থাকত এবং বিভিন্ন সময় বাইরে যেত এ বিষয়ে তাকে নিষেধ করা হত। তবে কোন কারণে সে এ কাজ করল তা বুঝতে পারছি না। নিহত অরথির গ্রামের বাড়ি খুলনা জেলার সদর থানার টুটপাড়া এলাকায়। অরথি মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ১ নম্বর রোডের পরিবারের সঙ্গে থাকত।
মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন বলেন, নিহতের লাশ মঙ্গলবার দুপুর ২ টায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।