Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিং বন্ধ করে লন্ডন থেকে ফিরছেন মিমি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৬:১০ পিএম

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছবির শুটিং বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে করোনাভাইরাস আতঙ্কে ৷ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে টেলি ধারাবাহিকের শুটিং৷ তবে এসবের মাঝে লন্ডনে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবির শুটিংয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী ও জিৎ ৷ করোনা মাঝেই লন্ডনের রাস্তায় জমিয়ে চলছে শুটিং৷ শুটিং টিমের সবার মুখেই মাস্ক ৷ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিয়ম মানছেন সবাই ৷ তবে শুটিংয়ের মাঝপথে ভঙ্গ হতে চলেছে। করোনার কারণে শুটিং থামিয়ে লন্ডন থেকে কলকাতা ফিরে আসছেন মিমি, জিৎ রা।

চেষ্টা করা হচ্ছে বুধবারের মধ্যে কলকাতায় ফেরার। অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, অভিষেক চট্টোপাধ্যায় সহ অনেকেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ট্রাভেল অ্যাডভাইজরি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন এর সদস্য দেশ, টার্কি, ইউকে থেকে ১৮ তারিখের পর ৩১ তারিখ পর্যন্ত আর দেশে ফেরা যাবে না। এই খবর জানার পরই তরিঘরি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে পুরো ফিল্ম ইউনিট। মার্চের ৩১ তারিখ পর্যন্ত লন্ডনে শুটিং হওয়ার কথা ছিল মিমির। ৩১ তারিখের পর আবার স্বাস্থ্য মন্ত্রক পরবর্তী অ্যাডভাইজরি দেবে। মনে করা হচ্ছে কলকাতায় ফিরলে প্রত্যেককেই কোয়ারেন্টাইনে যেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টালিগঞ্জ

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ