বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাব পত্রিকার বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালাম ও সমকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের এবং এক প্রবাসী আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ৯মার্চ সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজানো এ মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা ও বর্তমান স্বঘোষিত উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা রফিক আলী। রফিক আলী উপজেলার শাহিজরগাঁও গ্রামের মৃত আরজান আলীর ছেলে। আদালতের বিচারক মামলায় অভিযুক্তদের সম্পৃক্ততা আছে কিনা, আগামি ৫ মে’র মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠাতে বিশ্বনাথ থানার ওসি (প্রশাসন) শামীম মুসাকে বলা হয়েছে।
মামলায় বাকি অভিযুক্তরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী, আওয়ামী লীগ নেতা মোহাব্বত শেখ ও তার চাচাতো ভাই শফিক আহমদ পিয়ার। তবে আদালতে দায়েরকৃত মামলাটি এখনও থানায় পৌঁছায়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা। তিনি বলেন, ভয়ের কোন কারণ নেই, উর্ধবতন কর্মকর্তাদের নিয়ে আমরা বিষয়টা দেখতেছি। রফিক আলীর বিরুদ্ধে বিভিন্নজনের নামে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ রয়েছে। বিশ্বনাথ থানার প্রাক্তন অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম’র বিরুদ্ধেও আদালতে মামলা দায়ের করেছিলেন রফিক। এদিকে, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।