Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রের পাশে ধনকুবের জ্যাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালেন চীনা ধনকুবের জ্যাক মা। করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় সাহায্যের হাত বাড়িয়ে নিজ উদ্যোগে দেশটিতে ফেস মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছেন তিনি। টুইটারে দেওয়া এক পোস্টে এ বিষয়ে জ্যাক মা বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাংহাই থেকে মাস্ক ও চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পাঠানো হয়েছে। আমেরিকায় আমাদের বন্ধুদের জন্য শুভকামনা। এদিকে ভাইরাস মোকাবিলায় সোমবার থেকে স্কুল, রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন উন্মুক্ত স্থান বন্ধ ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর বিলি দ্য ব্লাসিও। এক ঘোষণায় তিনি বলেন, আমাদের শহর এক অজানা হুমকির মুখোমুখি এবং আমাদের এ বিষয়ে মানসিকভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে তিন হাজার সাতশ ৫৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৮ জন। আর সুস্থ হয়েছেন ৭৩ জন। টুইটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ