Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মিডিয়ায় ট্রায়েল দেবেন না ধনকুবের মালিয়া

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিকার ব্যারন বিজয় মালিয়ার দেশান্তর নিয়ে দিল্লির রাজনীতিতে যখন তোলপাড়, তখন নিজেই ট্যুইট করে এই বিজনেস টাইকুন জানালেন, আমি পলাতক নই, আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আর তদন্তে সব রকম সহযোগিতা করবেন তিনি। গত শুক্রবার সকালে মালিয়া বলেন, আমি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। আমি ঘন ঘন ভারতে আসি, আবার অন্যত্র যাই। আমি ভারত থেকে পালিয়ে যাইনি, আর আমি পলাতকও নই। তিনি ট্যুইটে আরও লিখেছেন, একজন ভারতীয় হিসেবে আমি দেশের আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখি ও তাতে সহযোগিতা করি। আমাদের বিচারবিভাগীয় ব্যবস্থা শ্রদ্ধা জানানোর মতো। তবে মিডিয়ায় ট্রায়াল দিতে চাই না। এসবিআই’সহ ১৭টিরও বেশি ব্যাংকে ঋণ-খেলাপী কিংফিশারের কর্নধার গত সপ্তাহে দেশ ছেড়ে চলে যান। তারপর থেকেই তাকে নিয়ে উত্তেজনার পারদ বাড়তে থাকে। গত বৃহস্পতিবার কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, কেন্দ্রীয় সরকারই মালিয়াকে পালাতে দিয়েছে। কংগ্রেসকে পাল্টা আঘাত করতে কোয়াত্রোচির প্রসঙ্গও টেনে আনেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিডিয়ায় ট্রায়েল দেবেন না ধনকুবের মালিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ