Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছাতে ১৩ গাড়ি হস্তান্তর

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

 



পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে মৌলভীবাজারে আইজিপি’র দেয়া ১৩টি গাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার দূপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িগুলো বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়।
সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল) আশরাফুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ পুলিশের উর্ধ্বাতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রাপ্ত ১টি জিপ, ৪টি ডাবল কেবিন পিকআপ, ১টি মাইক্রোবাস ও ৭টি মোটরসাইকেলসহ মোট ১৩টি যানবাহন সরবরাহ করা হয়। গাড়িগুলো সদর থানা, কুলাউড়া থানা ও শ্রীমঙ্গল থানাকে দেয়া হয়েছে এবং মোটরসাইকেলগুলো ট্রাফিক বিভাগ ও সদর থানায় দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ