Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যাম্পদোরিয়া যেন মিনি হাসপাতাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গণে খুব জোড়ালোভাবেই পড়েছে। তবে ইতালিয়ান সিরিআ’র ক্লাব স্যাম্পদোরিয়ার কথা একটু আলাদা করেই বলতে হয়। এই ক্লাবে আগেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাঁচজন ফুটবলার। এবার সে তালিকায় যোগ হল আরও দু’জন। সিরি আ’র অন্যতম এ ক্লাবে করোনায় আক্রান্ত ফুটবলারের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। ক্লাবটি যেন পরিণত হয়েছে মিনি হাসপাতালে।

স্প্যানিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে বলেছে, স্যাম্পদোরিয়ার আরও দুই ফুটবলার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন ইতালির মিডফিল্ডার ফাবিও দেপাওলি ও পোল্যান্ডের ডিফেন্ডার বার্তোশ বেরেজিনস্কি।

১৯৯০-৯১ মৌসুমে সিরি আ’র শিরোপা জেতা স্যাম্পদোরিয়ার খেলোয়াড়দের মধ্যে তারকা ইতালিয়ান ফরোয়ার্ড মানোলো গাব্বিয়াদিনির শরীরে সবার আগে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরবর্তীতে ক্লাবটির আরও চার খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত হন। গাম্বিয়ান ডিফেন্ডার ওমার কোলি, সুইডিশ মিডফিল্ডার আলবিন একদাল, নরওয়েজিয়ান মিডফিল্ডার মর্টেন থর্সবি ও ইতালিয়ান ফরোয়ার্ড আন্তোনিও লা গুমিনার পাশাপাশি আক্রান্ত হয়েছেন সাম্পদোরিয়ার ক্লাবটির চিকিৎসক আমেদেও বালদারিও।

ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে স্যাম্পদোরিয়াতে করোনার সংক্রমণ ঘটেছে সবচেয়ে বেশি। আরেক জনপ্রিয় ক্লাব ফিওরেন্তিনার আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান পেজ্জেয়া ও ইতালিয়ান ফরোয়ার্ড প্যাত্রিক কুত্রোনেও আক্রান্ত হয়েছে মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ