Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওবাদী হামলায় নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় উপেন্দ্র সাহু ও দেবেন্দ্র সিং জনার্দন নামে ছত্তিশগড় আর্মড পুলিশ ফোর্সের (সিএএফ) দুই জওয়ান নিহত হয়েছেন। এ হামলায় শেখ মুজিবুর রহমান নামে আধাসামরিক বাহিনীর এক জওয়ানও আহত হয়েছেন। আহত ওই জওয়ানকে দান্তেওয়াড়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বস্তার জেলার মারদুম থানা এলাকায় শনিবার বিকালে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত জওয়ানদের লাশ এদিন সন্ধ্যার দিকে ডিমরাপাল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রোববার তাদের গার্ড অব অনার দেয়া হয়। নিহত জওয়ান উপেন্দ্র সাহু’র বাড়ি ছত্তিশগড়ের জগদলপুরের পাথরগুড়ায়। দেবেন্দ্র সিং জনার্দনের বাড়ি মধ্যপ্রদেশের সাতনা জেলায়। দেবেন্দ্র সিংহের লাশ রোববার তার নিজ গ্রামে পাঠানো হয়। পুলিশের আইজি সুন্দররাজ পি বলেন, বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত রাস্তা নির্মাণকাজের নিরাপত্তার জন্য যৌথবাহিনী নিয়োগ করা হয়েছিল। এ সময় মাওবাদীদের পেতে রাখা বোমার আঘাতে দুই জওয়ান নিহত এবং আরেক জওয়ান গুরুতর আহত হন। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত জওয়ান পাঠানো হয়। পুলিশের আইজি বলেন, বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় কোনো পুলিশি তৎপরতা ছিল না। জানুয়ারি থেকে সেখানে পুলিশ ক্যাম্প খোলা হয়েছে। এ ছাড়া বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজ চলতে দেখে নকশালরাক্ষুব্ধ হয়েছে। মাওবাদীরা এখানে আগেও ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে। তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একনাগারে ডিআরজি, এসটিএফ ও সিএএফ জওয়ানরা অপারেশন চালাচ্ছেন বলেও পুলিশের আইজি সুন্দররাজ পি জানান। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ