Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে মার্কিন ঘাটিতে ফের রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১১:০১ এএম

ইরাকের রাজধানি বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে এক সপ্তাহের ব্যবধানে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সেনাদের লক্ষ্য করে ওই ঘাঁটিতে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলোর বরাতে আল জাজিরা জানায়, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল।

তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গেলো বুধবার তাজি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপরে একই ধরনের রকেট হামলা হয়েছিল। সেসময় তিন সেনা নিহত হন।

এদিকে বুধবারের হামলায় জড়িতদের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি অস্বীকার করেছে তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ