পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুরে পুলিশকে মারধরের অভিযোগে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুননেছা রুনাকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুননেছা রুনা উল্টা পথে গাড়ি চালাচ্ছিল। এ সময় কর্তব্যরত ২ পুলিশ কনস্টেবল তাকে বাঁধা দিলে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের চড়-থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।
বাসন থানার ওসি চৌধুরী একেএম কাউসার আহম্মেদ বলেন, পোশাক পরিহিত দুই পুলিশ সদস্যকে মারধর করে যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রুহুননেছা রুনা।
নাম প্রকাশ না করার শর্তে মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, ক্ষমতার দাপটে তিনি যেভাবে জনসম্মুখে পুলিশকে মারধর করেছেন তা লজ্জাজনক। আইনগত ব্যবস্থা না নেয়া হলে অনেকেই আইন মানবে না।
তবে বাসন থানায় আটক ওই নেত্রী সাংবাদিকদের সামনে স্বীকার করেন, তিনি উল্টো পথে আসছিলেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ২ জনকে নয়, আশিকুর রহমান নামে ১ কনস্টেবলকে মারধর করেন। রিপোর্ট লেখা পর্যন্ত বাসন থানায় বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।