Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফকিরহাটে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ৬

বিভিন্ন স্থানে আরো ৪ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০০ এএম

ফকিরহাটে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস রাজীব পরিবহন ও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রডবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ৩০। এছাড়া গতকাল দেশের বিভিন্ন স্থানে আরো ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মানিকগঞ্জ, গাইবান্ধা, সাতক্ষীরা ও রূপগঞ্জে এ ঘটনাগুলো ঘটে।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী, দুইজন পুরুষ রয়েছে। এদের মধ্যে ৫জন ঘটনাস্থলে এবং একজন নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহতদের মধ্যে ১৬জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা নামক স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস রাজীব পরিবহন ও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রডবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের গ্যাস ও জালনার গ্যাসসহ ডান পাশ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রাকটিরও সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর থেকে ট্রাক ও বাসটি সড়কের উপর থাকায় মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাটাখালি হাইওয়ে থানা এবং ফকিরহাট থানা পুলিশ ঘণ্টা খানেক চেষ্টা করে যানচলাচল স্বাভাবিক করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ খায়রুল আনাম জানান, যাত্রী বাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে কয়েক কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের চেষ্টায় দু ঘণ্টা পড়ে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে বিকেল ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে কাঠবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে লিটন প্রামাণিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে উপজেলার কৌড়ি আলমদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আফছার প্রামাণিকের ছেলে।
গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে মাটিবাহী ট্রলি চাপায় সেকেন্দার আলী (৫৩) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী পৌরশহরের কালুগাড়ী পানহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকেন্দার আলী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ট্রাক চাপায় সাবিত্রি রানী (২৮) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার মেয়ে খুকুমনি। সাবিত্রি সাতক্ষীরা সদরের রাজারবাগান এলাকার রামপ্রসাদের স্ত্রী। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম (৪৫) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছে। শনিবার ভোর ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাংলাকেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ