Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে আক্রান্ত হয়ে থাকতে পারে ১০ হাজার : জনসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ব্রিটেনে ইতিমধ্যে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে থাকতে পারেন ১০ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জনগণের প্রতি পরিবারের সদস্যদের অকাল মৃত্যুর ব্যাপারে প্রস্তুত থাকতে বলেছেন। এদিন ব্রিটেনজুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পদক্ষেপের রূপরেখা প্রকাশ করেন তিনি। খবরে বলা হয়, ভাইরাস মোকাবিলায় অন্যান্য দেশের তুলনায় জনসন সরকার বেশ হালকা পদক্ষেপ নিয়েছে বলে তীব্র সমালোচনা করেছেন স্বাস্থ্যকর্মী ও বিশেষজ্ঞরা। জনসন নিজে বৈশ্বিক মহামারীটিকে ‘একটি প্রজন্মের সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট’ হিসেবে আখ্যায়িত করেছেন। ভাইরাসটি মোকাবিলায় বৃটিশ সরকারের ঘোষিত পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদেশে স্কুল সফর বাতিল, জ্বর ও কাশিতে সেল্ফ-আইসোলেশন, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের প্রমোদতরীতে ভ্রমণ ইত্যাদি। তবে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মতো স্কুল বন্ধ করা হয়নি, বড় ধরনের জমায়েত, অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়নি। সরকারের দাবি, খুব দ্রুত কঠোর পদক্ষেপ নিলে তাতে জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রয়োজনে কঠোর অবস্থান নেয়া হবে। জনসনের পদক্ষেপে বৃটেনের অভ্যন্তরীন দেশগুলোর মধ্যে পদক্ষেপের তারতম্য দেখা দিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে তেমন জোরদার পদক্ষেপ না নেয়া হলেও, আগামী সপ্তাহ থেকে স্কটল্যান্ডে বড় ধরণের জমায়েত নিষিদ্ধ করেছে স্কটিশ সরকার। দ্য গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ