মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাস প্রতিরোধে বিশাল এক কর্মসূচি হাতে নিয়েছে এরদোগান সরকার। গতকাল বৃহস্পতিবার তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটিতে জুমার নামাজের জন্য জীবাণুমুক্তকরণ স্প্রে করে প্রস্তুত করা হয়েছে ৯০ হাজার মসজিদ। -আনাদোলু এজেন্সি, মিল্লিয়াত বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম জানান, তুরস্ক করোনা ভাইরাস প্রতিরোধে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। মসজিদ স্প্রের এই কাজটিও একটি সতর্কতামূলক পদক্ষেপ। তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলী আরবাশ আহমেদ হামদী আকাশাকি মসজিদে জুমার নামাজ পড়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ করেছে তুরস্ক। এপ্রিল মাসের শেষ পর্যন্ত শ্রোতা ছাড়াই ক্রীড়া-প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তুরস্কে মাত্র একজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।