Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদুল ফিতরে আসছে জাহিদ হাসানের নতুন ধারাবাহিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ৩:৫৬ পিএম

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। দিবসভিত্তিক কাজে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতরে নতুন ধারাবাহিকে দেখা যাবে জাহিদ হাসানকে। নাম ‘জামাই হতে সাবধান’।

সাত পর্বের ধারাবাহিকটিতে জাহিদ হাসানের বিপরীতে দেখা যাবে সালহা খনম নাদিয়াকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন মাহমুদ হাসান রানা।

গল্পে দেখা যাবে, বদরাগী হিসেবে পরিচিত জাহিদ হাসান। এরমধ্যে সোস্যাল মিডিয়া ও ইউটিউবে কয়েকটা ছেলেকে মারছেন তিনি এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। বিয়ের সময় এটি তার বিপত্তির কারণ হয়ে দাঁড়ালো। পাত্রী এই ভিডিও দেখে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। বাকিটা চমক হিসেবে রাখছেন বলে জানান পরিচালক।

নাটক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, সব সময় ভালো কিছু করার চেষ্টা করি। এ নাটকের গল্পটা অসাধারণ। কমেডি ঘরনার নাটক বলা যায়। আশা করি দর্শকদের ভালো লাগবে।

সালহা খনম নাদিয়া বলেন, জাহিদ ভাইয়ের সঙ্গে কাজে অভিজ্ঞতা দারুণ। ভালো একটা গল্পের নাটকে কাজ করলাম। ভালো কিছু হবে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ