মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান একটি অনুষ্ঠানে গিয়ে নিজেকে করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেন। যদিও তুরস্কে এখন পর্যন্ত মাত্র একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আল আরাবিয়া
কাতারভিত্তিক বার্তা সংস্থা আল আরাবিয়ার খবরে বলা হয়, রজব তাইয়েব এরদোগান এক অনুষ্ঠানে গিয়ে সবার থেকে একটু দূরে বসেন। এসময় তার সঙ্গে হাত মেলার জন্য কয়েকজন সদস্য হাত বাড়ালে তিনি হাত বুকে রেখে তাদের সালামের উত্তর প্রদান করেন।
প্রেসিডেন্ট এরদোগান একজন ফটোগ্রাফার রেখেছেন, যার কাছে একটি অত্যাধুনিক তাপক্যামেরা রয়েছে। ক্যামেরাটি জ্বরাক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম। ওই ফটোগ্রাফার ক্যামেরাটি দিয়ে প্রেসিডেন্ট এরদোগানের আশাপাশের কেউ জ্বরাক্রান্ত কিনা সেটি যাচাই করে। ওই অনুষ্ঠানটিতেও বিষয়টি যাচাই করা হয়।
খবরে বলা হয়, ৬৬ বছর বয়েসি এই তুর্কি প্রেসিডেন্ট বলেন, করোনা ভাইরাস থেকে নিজেকে নিজে বাঁচাও। তুরস্কের কাছে কোনো ভাইরাস শক্তিশালী নয় বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আল আরাবিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।