Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরবেও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:৩৩ পিএম

বিশ্বের প্রায় ১২০টি দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভীত সন্ত্রস্ত গোটা বিশ্ববাসী। এর বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি দেশের নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সউদী আরব। ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে প্রায় সমগ্র ইউরোপ ও এশিয়ার ১২টি দেশ। এর পাশাপাশি কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগও বাতিলের কথা জানিয়েছে সউদীর রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

এর আগে গত সোমবার করোনাভাইরাস কবলিত বেশ কয়েকটি দেশের নাগরিকদের সউদী ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বৃহস্পতিবার ওই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়েছে বলে সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে এসপিএ।

নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, দিজুবুতি ও সোমালিয়া।

সউদী আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে। বুধবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি আক্রান্তদের মধ্যে ইরাক থেকে আসা এক নারী ও পুরুষ এবং ১২ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটি তার দাদীর কাছ থেকে সংক্রমিত হয়েছে। তার দাদী সম্প্রতি ইরান থেকে ফিরেছেন। এছাড়া বাকি সংক্রমিতদের মধ্যে ২১ জনের মিসর সংশ্লিষ্টতা রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের এমন সিদ্ধান্তের আগেই ভারত ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ