বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় বসা সালিশবৈঠকে প্রকাশ্যে ভুক্তভোগীর ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবদুল আউয়াল (৩০) ওই গ্রামের ধনু মিয়ার ছেলে। অভিযুক্ত ঘাতক আসলাম (২২) একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
বখাটের উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর বাবা ধনু মিয়ার অভিযোগ, তার মেয়ে এ বছর স্থানীয় গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগে থেকেই একই গ্রামের বখাটে আসলাম তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান অফিসে একাধিকবার বিচার-সালিশও হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে নানাবাড়ি পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামে বেড়াতে গেলে সেখানে গিয়েও আসলাম তাকে উত্ত্যক্ত শুরু করে। আসলামের ভয়ে ওই কিশোরী নানাবাড়ি ছেড়ে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে খালার বাসায় চলে যায়। আসলাম তাকে খুঁজে না পেয়ে বাড়িতে গিয়ে হুমকি দেয়। মেয়েকে তুলে না দিলে ধনু মিয়ার পরিবারের সবাইকে হত্যা করার হুমকি দেয় আসলাম।
বিষয়টি এলাকায় জানাজানি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় মীমাংসায় বাড়ির পাশের দোকানের সামনে সালিশ ডাকা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।