Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পরিচালনায় কবরী, থাকছেন অভিনয়েও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:২৩ পিএম

আবারও পরিচালনায় ফিরছেন চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। ১৭ মার্চ থেকে নিজের দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এ অভিনেত্রী। সিনেমাটির নাম ‘এই তুমি সেই তুমি’। এই ছবির মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি।

শুটিংয়ের জন্য ১৭ মার্চ দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে কবরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিছু একটা করার ইচ্ছা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আয়োজন সীমিত পরিসরে হচ্ছে। তাই দিনটিকে আমার জীবনে স্মরণীয় করতেই নতুন ছবির শুটিংয়ের জন্য এই দিনকেই বেছে নিয়েছি।’

‘এই তুমি সেই তুমি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী। ঢাকার উত্তরায় সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে। চলবে টানা পাঁচদিন।

সরকারি অনুদানের এ ছবিতে অভিনয়ও করবেন কবরী। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ