মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার থাবা পড়েছে চীনের সীমান্ত ছাড়িয়ে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়েও। তবে করোনা ঠেকাতে নানা ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রেখেছে হংকং প্রশাসন। এবার সেই সুরক্ষা ব্যবস্থায় যোগ হলো নতুন এক সতর্কতা। করোনাভাইরাস সংক্রমণের এই মুহ‚র্তে বাড়তি সতর্কতা হিসেবে রেল ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে হংকং প্রশাসন। কেননা হংকংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত যোগাযোগের মাধ্যম রেল। প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ পাতাল রেল ব্যবহার করে সেখানে। গেøাবাল চায়না ডেইলি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা প্রতিরোধে হংকংয়ে পাতাল রেল থেকে শুরু করে স্টেশন এবং করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের রাখা কোয়ারেনটাইন সেন্টারে জীবাণুমুক্ত করার জন্য রোবট মোতায়েন করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, এসব রোবট দেখতে অনেকটা ছোট আকারের ফ্রিজের মতো। এদের নিচে চাকা লাগানো আছে। যার সাহায্যে দ্রæত ট্রেনের কামরার ভেতরে এবং স্টেশনগুলোতে জীবাণুনাশক ছিঁটিয়ে দিতে সক্ষম এসব রোবট। মানুষ যেসব স্থানে হাত দিয়ে পরিষ্কার করতে পারে না, চাকার সাহায্যে এসব রোবট অনায়াশে সেই স্থান পরিষ্কারসহ জীবাণুনাশক ছিঁটিয়ে দিতে পারে। পরিষ্কারক ও জীবাণুমুক্তকারক এসব রোবটের প্রতিটির দাম ধরা হয়েছে - এক লাখ ২৯ হাজার ডলার। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।