Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে পুঁজি বাজারে ফের ধস করোনা আতঙ্কে

সেনসেক্সে প্রায় ১৭০০ পয়েন্ট পতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:৩৮ পিএম

ভারতে ফের করোনার কারণে ‌ধস নেমেছে শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজার খুলতেই ধস নেমেছে সেনসেস্কে। পড়েছে প্রায় ১৭০০ পয়েন্ট। করোনার কারণে সেনসেক্স নামতে নামতে ৩৩,‌৮৭৬.‌১৩ পয়েন্টে এসে থেমেছে। পাশাপাশি নিফটি পড়ল প্রায় ৫০০। নিফটিও দশ হাজারের নিচে নেমে ৯,‌৯১৬.‌৫৫ পয়েন্টে এসে থেমেছে। এশিয়ার শেয়ার বাজারেরও ধস দেখা গেল। এশিয়া পেসিফিক শেয়ারও পড়ল ৪.‌১ শতাংশ। জাপানের নিক্কেই পড়ল ৫.‌৩ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কসপি পড়েছে ৪.‌৬ শতাংশ।
করোনাভাইরাসের আতঙ্কে টালমাটাল বিশ্ব শেয়ারবাজার। চলতি মাসে এপর্যন্ত ক্রমাগত এশীয় ইকুইটি বিক্রির ধুম পড়েছে বিদেশি লগ্নিকারীদের মধ্যে। যার বিশাল প্রভাব পড়েছে বাজারে। গত মাসে যেখানে বিদেশি লগ্নিকারীরা ৫.‌৬ বিলিয়ন মার্কিন ডলার এশীয় ইকুইটি বিক্রি করেছিলেন। সেখানে মঙ্গলবার পর্যন্ত তাঁরা ৯ বিলিয়ন মার্কিন ডলার ইকুইটি বিক্রি করে ফেলেছেন। ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের শেয়ার বাজারের তথ্য সূত্রে এখবর মিলেছে। অর্থনীতিবিদ রাধিকা রাওয়ের মতে, চীনের সঙ্গে উৎপাদন এবং বাণিজ্যের সম্ভাবনা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি হওয়ার ফলেই এই প্রবল আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। তার উপর রোগ ছড়ানোর ফলে চীনে পর্যটন ব্যবসায় নিষেধাজ্ঞাও অর্থনৈতিক সঙ্কটের অন্যতম কারণ। চীনে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। সব মিলিয়ে যা জোরালো ধাক্কা দিয়েছে বিশ্ব শেয়ার বাজারে।

সূত্র : আজকাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ