Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস আতঙ্ক: নিউ ইয়র্কে সেনা মোতায়েনের ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:২২ পিএম

করোনাভাইরাস আতঙ্কে সারাবিশ্ব। এবার করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। এই ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক।

নিউ ইয়র্কের গভর্নর ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নগরীর উত্তরের একটি শহরে সেনা পাঠানো হবে। উপদ্রুত এলাকার জনগণকে সহায়তা করবে তারা।

জানা গেছে, ন্যাশনাল গার্ড বাহিনী নিউ রোচেল এলাকায় করোনোভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে থাকা লোকদের মাঝে খাবার সরবরাহ করবে।

এখানে এক মাইল ব্যাপী 'কন্টেন্টমেন্ট জোন' প্রয়োগ করা হবে বলে ওই ঘোষণায় জানানো হয়েছে।

মঙ্গলবার অ্যান্ড্রু কুওমো এই ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। একইসাথে তিনি জানান যে, এই অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় সবচেয়ে বড় উপদ্রুত এলাকা।

মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৯০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

এর মধ্যে নিউইয়র্ক রাজ্যের ১৭৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের ১০৮ জনই ওয়েস্টচেস্টার কাউন্টিতে অবস্থিত। নিউ রোচেল শহরটি এই কাউন্টিরই অংশ।

সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ