Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৮:২৮ পিএম

বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে জিতেছে দিনাজপুরের সরকারী যুবলী স্কুল ও রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল। মঙ্গলবার দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে যুবলী স্কুল ৪-০ গোলে হারায় ফরিদপুরের পুলিশ লাইন হাই স্কুল। বিজয়ী দলের হয়ে মোহাম্মদ রায়হান, রাকিব বাবু, মোহাম্মদ মোরসালিন ও শামীম ইসলাম তাসিন একটি করে গোল করেন। একই ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে রংপুরের শিশু নিকেতনকে ৭-২ গোলে হারায় শাহীদ মামুন মাহমুদ স্কুল। জয়ী দলের তাহমিদুর রহমান দু’টি এবং মিনহাজ হোসেন, সাকিব হোসেন, নূর হোসেন, বন্ধন রায় ও জাহিদ হাসান একটি করে গোল করেন। শিশু নিকেতনের হয়ে দু’গোল শোধ দেন আবু বকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ