নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের সেমিফাইনাল লাইনআপ চুড়ান্ত হলো। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বের শেষ দিন বৃহস্পতিবার বড় জয় তুলে নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয়ে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন হাই স্কুল এবং ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে ঢাকার আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় শেষ চারে নাম লেখায়। সেমিফাইনালে ওঠা বাকি দুই দল হলো- দিনাজপুর সরকারী যুবলী স্কুল (‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন) ও রংপুর কেরামতিয়া হাই স্কুল (‘বি’ গ্রুপ রানার্সআপ)। এই চার দলকে নিয়ে শনিবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচ। এদিন দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে সরকারী যুবলী স্কুল খেলবে কেরামতিয়া স্কুলের বিপক্ষে। একই ভেন্যুতে বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলের প্রতিপক্ষ আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।