নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব। প্রাথমিক পর্বে খেলা নয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্সআপরা অংশ নেবে চুড়ান্ত লড়াইয়ে। এই হিসেবে ১৮টি দল খেলছে স্কুল হকির শিরোপার জন্য। উদ্বোধনী দিন দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় প্রথম ম্যাচে মোকাবেলা করবে ময়মনসিংহ পুলিশ লাইন্স স্কুল ও রংপুর শিশু নিকেতন। একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় ম্যাচে কুমিল্লা রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ ফরিদপুর পুলিশ লাইন্স হাই স্কুল। বিকেলে প্রধান অতিথি হিসেবে চুড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ ওয়াসেক আলী। এসময় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু’র এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাইদ হোসেন।
দেশের নয় ভেন্যুতে ৮০টি দলকে নিয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির প্রাথমিক পর্বের খেলা শেষ হয় গত ১১ ফেব্রুয়ারি। ভেন্যুগুলো হচ্ছে- চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও খুলনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।