Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় স্কুল হকি শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৭:৪৪ পিএম

আগের দিন চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের খেলা। রোববার কুমিল্লা ভেন্যুতে উদ্বোধন হয়েছে এ আসরের। এদিন উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ইউসুফ উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে হারায় চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট স্কুলকে। নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য ড্র ছিলো। এর আগে দুপুর ১২টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুমিল্লার সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্কুল হকি কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফেডারেশন সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মেজবাউল আলম, কুল্লিার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসান ফারুক রোমেন। দেশব্যাপী ৯ ভেন্যুতে ৮০টি স্কুল অংশ নিচ্ছে এ টুর্ণামেন্টে। আটটি দলকে নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে খেলা। সোমবার শুরু হবে ফরিদপুর ভেন্যুর খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ