Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে ভারতের উইন্টার গেমস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারত শাসিত কাশ্মীরের বিশেষ স্বীকৃতি বাতিলের ঠিক সাত মাসের মাথায় সেখানে জাতীয় স্তরের শীতকালীন গেমসের বিশাল আয়োজন করেছে ভারত সরকার। একই সময়ে সেখানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। এ ক্রীড়া আসরের নামকরণ করা হয়েছে ‘খেলো ইন্ডিয়া উইন্টার গেমস’। ভারত বলছে, ভ‚স্বর্গের পরিস্থিতি যে এখন অনেকটাই স্বাভাবিক ও শান্ত হয়ে এসেছে, এগুলো তার বড় প্রমাণ। এখন শীতের সাদা বরফের চাদরে ঢাকা গুলমার্গ, যেটি কাশ্মীরে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান, সেখানে পাঁচদিন ধরে চলছে ওই গেমসের আয়োজনÑ সারা ভারত থেকে ৯শ’র বেশি প্রতিযোগী তাতে অংশ নিচ্ছেন। গত শনিবার গুলমার্গে গিয়ে এই আসরের উদ্বোধন করেন ভারতের ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। স্কিয়িং, স্নো বোর্ডিং, স্নো শ্যুয়িং, স্কি মাউন্টেনিয়ারিং বা স্নো বেসবলের মতো নানা ধরনের শীতকালীন খেলাধুলোর আয়োজন করা হয়েছে এই গেমসেÑ যা কাশ্মীরে তো বটেই, গোটা ভারতেই এই ধরনের প্রথম উদ্যোগ। কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার এত কম সময়ের মধ্যে সেখানে এত বড় মাপের ক্রীড়া উৎসব আয়োজন করা যাবে তা অনেকেরই ধারণার বাইরে ছিল। আউটলুক, হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ