Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক সিনেমায় বাবার লেখা তিন গান গাইলেন দিঠি আনোয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের গর্ব নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুলের মেয়ে দিঠি আনোয়ার এক সিনেমায় বাবার লেখা তিনটি গানে কন্ঠ দিয়েছেন। নারগিস আক্তার পরিচালিত ‘যৈবতী কন্যার মন’ সিনেমার তিনটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানগুলোর সুর সঙ্গীত করেছেন সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। এরমধ্যে একটি গান এককভাবে গেয়েছেন তিনি। সেটি হলো ‘অন্তরে অন্তর জ¦ালা’। বাকী দুটি গান দ্বৈত কন্ঠে তার সঙ্গে গেয়েছেন ‘আউলা হাওয়ায় বাউলা বাতাস’ গানে অপু এবং ‘কালো যদি’তে কিরণ চন্দ্র রায়। একই সিনেমার তিনটি গানে কন্ঠ দেয়া প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘অবশ্যই এটা আমার জন্য ভীষণ ভালো লাগার। এর আগে বিভিন্ন সিনেমায় একটি দু’টি গানে কন্ঠ দিয়েছি। কিন্তু এবার সর্বোচ্চ তিনটি গান গেয়েছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আবার প্রতিটি গানই আব্বুর লেখা। গানগুলোর সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় সুজেয় শ্যাম আঙ্কেল। তার সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। আব্বু বলতেন তাদের সময়টাতে ধীরে ধীরে যতœ নিয়ে গান সৃষ্টি করতেন। আব্বু এবং সুজেয় আঙ্কেলের সঙ্গে কাজ করতে গিয়ে গান সৃষ্টির ক্ষেত্রে সেই আন্তরিকতা, ধৈর্য্য এবং ভীষণ যতেœর বিষয়টি আমাকে দারুণ মুগ্ধ করেছে। গানগুলো রেকর্ডিং-এর পূর্বে আমাকে অনেক সময় দিয়েছেন যেন গানগুলো ভালোভাবে কণ্ঠে ধারণ করতে পারি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ