Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগের কণ্ঠ আর ফিরে পাব না : শানায়া টোয়েন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

গায়িকা শানায়া টোয়েন জানিয়েছেন লাইম রোগের প্রভাবে তার জীবনে বিপর্যয় নেমে এসেছে। তিনি জানান এর কারণে তিনি তার আগের কণ্ঠ আর ফিরে পাবেন না, তবে তাতে তার কোনও সমস্যা নেই। ২০০৩ সালে টিক (এঁটুলি) পোকা-বাহিত এই রোগে আক্রান্ত হন তিনি। ওপেন-থ্রোট সার্জারির জন্য তার বাকযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান কণ্ঠ হারাবার শোকে ভুগেছেন তিনি দীর্ঘদিন। “তা ছিল আমার জন্য বড় এক বিপর্যয়। আমি অনুভব করেছিলাম আমি যে আর গাইতে পারব না তা মেনে নেয়া ছাড়া আমার আর কোনও উপায় নেই। আমার মত প্রকাশের ক্ষমতা হারাবার এই শোকে ভুগেছি আমি,” ‘ফ্রম দিস মোমেন্ট অন’ এবং ‘দ্যাট ডোন্ট ইমপ্রেস মি মাচ’-এর মত গানের জন্য খ্যাত গায়িকাটি বলেন। সেরে ওঠার জন্য তিনি কয়েক বছর সঙ্গীত থেকে দূরে থেকে ২০১৭তে খরখরে কন্ঠে রেকর্ড করা নতুন গান নিয়ে ফেরেন। তার এক সাক্ষাতকারে তিনি বলেন : “আমি আমার সেই আগের কণ্ঠ আর ফিরে পাব না। আমি তা মেনে নিয়েছি। আমি নতুন এক কণ্ঠ পেয়েছি আর আমার তা ভাল লাগছে।” ৫৪ বছর বয়সী কানাডীয় গায়িকাটি জানান কয়েক দফা সার্জারির পর তার কণ্ঠকে নতুন করে আবিষ্কার করার প্রয়োজন ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ