Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাড়পত্র পেল অধরার ‘পাগলের মতো ভালোবাসি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৩:৪৮ পিএম

নিজের অভিনীত দুটি সিনেমায় দর্শকদের মন জয় করে নিয়েছেন নায়িকা অধরা খান। এরই মধ্যে আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি সিনেমাটি আনকাট ছাড়পত্র লাভ করে। অধরা অভিনীত সিনেমাটির নাম ‘পাগলের মতো ভালোবাসি’।

গেল রোববার ‘পাগলের মতো ভালোবাসি’ অফিসিয়ালভাবে সেন্সর ছাড়পত্র পায়। এর ফলে এখন আর ছবিটির মুক্তিতে বাধা থাকলো না।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনী। নির্মাতা শাহীন সুমনের পরিচালনায় ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নুর ও সুমিত সেন গুপ্তা।

‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে আরো রয়েছেন সাদেক বাচ্চু, জয় রাজের মতো অভিনেতা। নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু ও নুহরাজ।

ছবিটির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত এ ছবির শুটিং শুরু হয় ২০১৬ সালে। শুটিং শেষ হয় চলতি বছরের শুরুর দিকে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ