মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দোলের দিন বড়সড় পতন মুম্বাই শেয়ার বাজারে। পড়ল ২৩০০ পয়েন্ট। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারি সব মিলিয়ে গত কয়েকদিন ধরেই টালামাটাল ছিল দেশের শেয়ার বাজার। কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল পারদ। সপ্তাহের শুরুতে আজ, সোমবার বাজার খোলার সাথে সাথেই ১৫০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। এক সময় ২০০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। দুপুরের দিকে সেনসেক্স ২,৩১৪.৮৬ পয়েন্ট পড়ে গিয়ে দাঁড়ায় ৩৫,২৬১-এ। অন্যদিকে নিফটি ৬৮৪.৭৫ পয়েন্ট পড়ে গিয়ে দাঁড়ায় ১০,৩৪০-এ। এরপর বেলা যতই বেড়েছে সূচক হু হু করে নীচের দিকে নেমে গিয়েছে। বাজারের পতনের পরই জোর ধাক্কা খায় ওএনজিসি, রিলায়্যান্স, ইন্ডাসইন্ড, টিসিএস, বেদান্ত, এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো নামীদামী সংস্থার শেয়ারগুলি। দিনের শেষে বাজার বন্ধের সময় ১৯৪১ পয়েন্ট পড়ে সেনসেক্স। ২০১০ সালের পর এক দিনে সবচেয়ে বড় পতন এটি। মনে করা হচ্ছে এদিনের পতনের ফলে প্রায় ৭ লক্ষ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। দেশীয় বাজারের পাশাপাশি সোমবার ধস নেমেছে এশিয়ার বাজারেরও। পতন দেখা দিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারগুলিতেও। ফলে জোর ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতিও। প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামের উপরেও। এ দিন অপরিশোধিত তেলের দাম প্রায় ৩০ শতাংশ পড়ে যায় । যা ১৯৯১ সালের পর এই প্রথম এতটা কমেছে। কোরোনার আতঙ্কের জেরেই শেয়ার বাজার থেকে নিজেদের টাকা তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। আর তার জেরেই সূচকের এই রেকর্ড পতন বলে মনে করছেন ভারতের শেয়ার বাজার বিশ্লেষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।