Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬০ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন কংগ্রেস সা.সম্পাদক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারতের ঐতিহ্যবাহী কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিক ৬০ বছর বয়সে নিজের পুরনো বান্ধবী রাভিনা খুরানাকে বিয়ে করেছেন। একটি পাঁচ তারকা হোটেলে প্রাইভেট এক অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সিনিয়র বেশ কিছু নেতা। তার মধ্যে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল প্রমুখ। মুকুল ওয়াসনিক হলেন মহারাষ্ট্রের রাজনীতিক বালাকৃষ্ণার ছেলে। গত বছর যখন কংগ্রেসের সভাপতি পদ থেকে রাহুল গান্ধী ইস্তফা দেন তখন দলের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে যেসব নাম ঘুরতে থাকে তার মধ্যে ছিল এই মুকুল ওয়াসনিকের নাম। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিয়ে নিয়ে অশোক গেহলট টুইটে লিখেছেন, দম্পতি হিসেবে একত্রিতভাবে এই নবযাত্রায় মুকুল ওয়াসনিক জি এবং রাভিনা খুরানা জি’কে আন্তরিক অভিনন্দন। আপনাদের জীবনে সামনের সময়টা সবচেয়ে সুখের হোক। আশীর্বাদ। টুইট করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানিশ তিওয়ারিও। তিনি লিখেছেন, মুকুল ওয়াসনিক ও রাভিনা খুরানার বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি নাজনিন ও আইএ’র পক্ষে ছিল অনেক আনন্দের। মুকুল ওয়াসনিকের সঙ্গে আমার সাক্ষাত ১৯৮৪ সালে। রাভিনার সঙ্গে ১৯৮৫ সালে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কংগ্রেস

১৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ